ঢাকায় চুরি-ছিনতাইয়ের ভয়াবহ উত্থান, ৩টি এলাকায় সতর্ক থাকুন

ঢাকায় চুরি-ছিনতাইয়ের ভয়াবহ উত্থান, ৩টি এলাকায় সতর্ক থাকুন


সম্প্রতি রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অভিনব কায়দায় এসব অপরাধ সংঘটিত হচ্ছে অভিজাত এলাকা থেকে শুরু করে গলিপথেও, যা সাধারণ নাগরিকদের আতঙ্কে রেখেছে।ঢাকার অপরাধ হটস্পটের তালিকায় শীর্ষে রয়েছে মোহাম্মদপুর। নতুন করে যুক্ত হয়েছে উত্তরা ও মিরপুর। মোহাম্মদপুরে নিত্যদিন ঘটছে চাঞ্চল্যকর সব ঘটনা— যেমন:নেসলে কোম্পানির গাড়ি থেকে ১১.৮৫ লাখ টাকা ছিনতাইঅস্ত্রের মুখে নারী শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইকিশোর গ্যাংয়ের হাতে একের পর এক হত্যাকাণ্ড ,জেনেভা ক্যাম্পে গুলি ও কবজি কাটা ,গণছিনতাইয়ের মতো ভয়াবহ ঘটনা মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এলাকাটির সবখানেই অপরাধ হচ্ছে না। রিং রোডের পূর্বাংশ, শিয়া মসজিদের দিক এবং মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কিছু অংশ তুলনামূলক নিরাপদ।বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে রয়েছে: পশ্চিম পাশে: চাঁদ উদ্যান, সাত মসজিদ হাউজিং, নবীনগর, লাউতলা, তুরাগ হাউজিং, বছিলা ৪০ ফিট, কাটাসুর পূর্ব পাশে: মোহাম্মদীয়া হাউজিং, শ্যামলি, আদাবর ১০ ও ১৬ নম্বর রাস্তা, নবোদয়, রফিক হাউজিং

এছাড়াও উত্তরায় প্রকাশ্যে এক দম্পতির ওপর রামদা দিয়ে হামলা আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা তীব্র আলোচনার জন্ম দিয়েছে।মিরপুরেও নিরাপত্তা হুমকির মুখে। মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে এক রাতে ছয়টি দোকান ও বাসায় ডাকাতি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি চক্র প্রাইভেট কারে এসে দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। একইভাবে আরও দোকান ও বাসায় হানা দেয়।পাশাপাশি মিরপুরের পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের কাছ থেকে রামদা, ছুরি ও ককটেল উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা সক্রিয় ডাকাত চক্রের 

Post a Comment

Previous Post Next Post