নগর ভবনের মূল প্রবেশদ্বারে তালা লাগানো, ইশরাকের সমর্থকরা সেখানে অবস্থান করছে।

 

নগর ভবনের মূল প্রবেশদ্বারে তালা লাগানো, ইশরাকের সমর্থকরা সেখানে অবস্থান করছে।

নগর ভবনের সামনে পুলিশের অবস্থান। আজ রোববার সকালে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছে হস্তান্তরের দাবিতে তাঁর সমর্থকেরা টানা চতুর্থ দিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নগর ভবনের প্রধান ফটকে তালা লাগানো অবস্থায় দেখা গেছে, যদিও পাশের পকেট গেট খোলা রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে গুলিস্তানে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।

ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শুধু বিক্ষোভকারীরাই ভেতরে প্রবেশ ও বের হওয়ার সুযোগ পাচ্ছেন, ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পাশাপাশি, নগর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।


Post a Comment

Previous Post Next Post