শেখ হাসিনা কলকাতায়: হঠাৎ জল্পনার ঝড় দুই বাংলায়
স্টাফ রিপোর্টার | ২৭ জুন, ২০২৫ |
আজ দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো কলকাতা — বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন শহরের মাটিতে।বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পড়েছে এক বিস্ময়কর ছায়া। ৫ই আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গেছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে। এরপর থেকেই তাঁকে আর দেখা যায়নি। বিশেষ একটি বিমানে করে আগমন ঘটতেই ছড়িয়ে পড়ে চমক ও কৌতূহল। বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তা, সঙ্গে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ প্রতিনিধিরা।অফিশিয়ালি ব্যক্তিগত’ বলা হলেও, কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কেন এই হঠাৎ সফর? পূর্বঘোষণা ছাড়াই এই আগমন কি নিছক ব্যক্তিগত, নাকি আছে কূটনৈতিক বার্তা?
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আসন্ন নির্বাচন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফরের তাৎপর্য অস্বীকার করা যায় না। অনেকে আবার মনে করছেন, দুই বাংলার সাংস্কৃতিক সংযোগকেও এই সফরের ছায়াতলে নতুন মাত্রা দেওয়া হতে পারে।কলকাতার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ — সকলের চোখ এখন স্থির শেখ হাসিনার আগামী কর্মসূচির দিকে। তিনি কি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন? নাকি রাজভবন বা বাংলাদেশ উপদূতাবাসে কোনও সাংগঠনিক বৈঠক?সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত কলকাতা অপেক্ষা করছে ইতিহাসের অংশ হওয়ার এক সম্ভাব্য মুহূর্তের।
Post a Comment